কৃষি প্রতিক্ষণ রিপোর্টঃ দেশে উৎপাদিত ফুল নিয়ে বৃহস্পতিবার থেকে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট-২০১৭’। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে এই ফুলমেলা চলবে পহেলা এপ্রিল শনিবার পর্যন্ত। এ ফুল উৎসবের আয়োজন করেছে ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজেস (আইআইসিই) ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। সহযোগিতায় রয়েছে ইউএসএআইডি,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ও দেশিফুল ডটকম। মেলার প্রথম দিন গতকাল বিকেল থেকেই ক্রেতা, দর্শনার্থী, ও ফুল প্রেমিকদের ভিড় ছিল লক্ষনীয়।ফুল প্রেমীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গন।
আয়োজকরা জানান,মেলায় দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিশুদের জন্য প্রতিদিন সকালে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির সহযোগিতায় থাকছে ফুল নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত। মেলায় ১৪টি প্যাভিলিয়ন ও ৩৩টি প্রদর্শনী স্টল রয়েছে। এক হাজারেরও বেশি ধরনের ফুলের প্রদর্শনীর পাশাপাশি রয়েছে ফুলের ওপর ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড জোন, কিডস কর্নার, কর্মশালা, ফ্লাওয়ার ল্যান্ডস্ক্যাপিং, ফটো বুথ, ফ্লাওয়ার টানেল ও গোলটেবিল।
‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট-২০১৭’ প্রসঙ্গে ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম বলেন,কিছুদিন আগেও শৌখিনতায় মানুষ বাড়ির আঙিনায় ফুলের গাছ রোপণ করত এবং পূজা-পার্বণেই ফুলের ব্যবহার করত। বর্তমানে তা পাল্টেছে। ফুল অর্থকরী ফসল হিসেবে বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিপণন হচ্ছে। ১৯৮২ সাল রজনীগন্ধা ফুল চাষের মধ্য দিয়ে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল উত্পাদন শুরু হয়। বর্তমানে দেশে প্রায় ২৪টি জেলায় ১২ হাজার একর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। ফুল চাষ, বিপণন ও ফুল কেন্দ্রীক নানা কাজে সব মিলিয়ে প্রায় ২০ লাখ মানুষ এই খাতের সঙ্গে সরাসরি জড়িত। দেশে উৎপাদিত হচ্ছে প্রায় সাড়ে ৮০০ কোটি টাকার ফুল।
গতকাল বিকালে প্রধান অতিথি হিসেবে ফুল মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ,কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান। আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন আইআইসিই’র ব্যবস্থাপনা পরিচালক রিয়াজউদ্দিন মোশাররফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি নাসের গণি চৌধুরী।
কৃপ্র/এম ইসলাম