কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে ব্রয়লার, লেয়ার বাচ্চা ও ডিমের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন, মিছিল-সমাবেশ করেছে খামারিরা। গত মঙ্গলবার দুপুরে পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। উপজেলার পোল্ট্রি শিল্প মালিক, পোল্ট্রি ডিলার ও পোল্ট্রি ব্যবসায়ী সমিতির ব্যানারে কয়েক হাজার খামারি মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে উপজেলার পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খান, পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদত্ হোসেন শাহজাহান, পোল্ট্রি ডিলার সমিতির সভাপতি মোশারফ হোসেন, জাহাঙ্গীর তালুকদার, খোকন শিকদার প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, ডিলার ও হ্যাচারি মালিকের কারসাজিতে একদিন বয়সী ব্রয়লার ও লেয়ারের বাচ্চা সরকারি মূল্য ৩০/৩৫ টাকার স্থলে সিন্ডিকেটের মাধ্যমে ১৭০/১৮০ টাকায় খামারিদের কিনতে হচ্ছে।
সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ায় তারা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এতে অনেক খামার বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। তাদের দাবি-দাওয়ার প্রতি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দাবি আদায়ে আরো কঠোর আন্দোলনে যাবেন বলেও সমাবেশে হুঁশিয়ারি দেন খামারিরা।
সুত্র; ইত্তেফাক / কৃপ্র/এম ইসলাম