কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ফরিদপুরের সদরের শিবরামপুর এলাকায় অবস্থিত বিএস জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকদের অসাবধানতাবশত বিড়ির আগুন থেকেই এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এতে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার ক্ষতির অনুমান করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে বিকাল ৫টার দিকে আগুন সম্পুর্ণরূপে নিয়ন্ত্রনে আনেন।
জুট মিলের শ্রমিকরা জানায়, মিলের এক নম্বর গোডাউনে আগুনের শিখা দেখতে পেয়ে নিরাপত্তা কর্মকর্তা পাশের মেডে কর্মরত কর্মকর্তা ও শ্রমিকদের অবহিত করে। তাৎক্ষণিক শ্রমিকরা বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) এবিএম মমতাজ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে বেলা পৌনে ৩টার দিকে ফরিদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এরপর সাড়ে ৩টার দিকে রাজবাড়ী ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আরো দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ চালায়।
বেলা সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মমতাজ উদ্দিন আগুন লাগার প্রসঙ্গে বলেন, যে পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেই অংশে কোন বৈদ্যুতিক লাইন না থাকায় শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। তবে, ওই সময় গোডাউন থেকে পাট বাইরে বের করা হচ্ছিল। কর্মরত শ্রমিকদের অসাবধানতা বশত ফেলা বিড়ির আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।জুট মিলের ব্যাবস্থাপনা পরিচালক গোলাম দস্তগীর জানান, ওই গোডাউনে ২২ হাজার ৮শ মন পাট ছিল। যার অধিকাংশই পুড়ে নষ্ট হয়ে গেছে।
কৃপ্র/এম ইসলাম