কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বরিশালে পহেলা বৈশাখকে সামনে রেখে জেলায় মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলার হরেক রকমের মাটির খেলনা ও তৈজসপত্র তৈরিতে মগ্ন তারা। জেলার বাকেরগঞ্জ, গৌরনদী, বানরিপাড়া, বাবুগঞ্জ, উজিরপুর, আগৈলঝাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা চোখে পড়ে। এই সময়টাতে পরিবারের পুরুষ সদস্যের পাশাপাশি নারীরাও কাজে সাহায্য করে।
পহেলা বৈশাখ প্রতিটি বাঙালির আবেগ ও ভালোবাসার একটি দিন। বাংলা বছরের প্রথম দিনকে বরণ করে নিতে মানুষ উৎসবে মেতে উঠে। আর বৈশাখের প্রধান আকর্ষণ ‘বৈশাখী মেলা’। শহর, বন্দর, গ্রাম গঞ্জ সর্বত্রই মেলায় মেতে উঠে সবাই। মেলায় মাটির তৈরি বিভিন্ন খেলনা ও তৈজসপত্র বাংলার কয়েকশ বছরের ঐতিহ্য বহন করে।এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, পুতুল, ঘোড়া, হাঁস, মুরগি, মাটির ব্যাংক, হাতি, বাঘ, বানর, মাছ, হাড়ি-পাতিল, চুলা, ঘর-বাড়ি ইত্যাদি। এছাড়া বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বামী বিবেকান্দ, হরিচাঁদ ঠাকুর, গনেসসহ বিভিন্ন মহামানব ও দেব-দেবীর প্রতিকৃতি প্রস্তুত করা হচ্ছে।
আগৈলঝাড়া উপজেলার উত্তর মিহিপাশা গ্রামের পাল পাড়ার জয়দেব পাল ও মহাদেব পাল বলেন, মাটির তৈরি এসব পণ্য রোদে শুকিয়ে ও আগুনে পুড়িয়ে প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়। পরে তাতে রং দিতে হয়। সাধারণত ২০ টাকা থেকে শুরু করে ২শ’ টাকা পর্যন্ত মূল্যে এসব সামগ্রী বিক্রি করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে অনেকেই আগাম চুক্তি করে মাটির খেলনার জন্য। পুরো বৈশাখ মাস জুড়েই বিভিন্ন মেলা থাকায় এসব পণ্যের চাহিদা ভালো থাকে।
কুমার পাড়ার বাসিন্দা নন্দলাল ও সাহালাল বলেন, তারা মাটি দিয়ে বাহারি ডিজাইনের খেলনা তৈরি করেন। অন্যান্য সময়ে কাজের খুব একটা চাপ না থাকলেও এই সময়টাতে ব্যাপক চাপ থাকে। তাদের এসব পণ্য বিভাগীয় শহর বরিশালসহ জেলা-উপজেলা ও বিভিন্ন গ্রামগঞ্জের বৈশাখী মেলায় বিক্রি করা হয়।
সুত্রঃ বাসস / কৃপ্র/এম ইসলাম