কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চলতি মৌসুমে মাগুরায় পেঁয়াজের ফলন ভালো হয়েছে। এ মুহূর্তে ক্ষেত থেকে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন জেলার চার উপজেলার কৃষকরা। শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের আবুল মিয়া এবার দুই বিঘা জমিতে তাহেরপুরি পেঁয়াজ চাষ করেছেন। এ থেকে প্রায় ১০০ মণ পেঁয়াজ উত্পাদন হবে বলে আশা করছেন। বর্তমানে ক্ষেত থেকে পেঁয়াজ তুলছেন কৃষক।
মাগুরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৭ হাজার ১৩০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ৮৫৫, শ্রীপুরে ৪ হাজার ১৫০, মহম্মদপুরে ১ হাজার ৮০০ ও শালিখায় ৩২৫ হেক্টর জমিতে এর আবাদ হয়। এবার ৮৫ শতাংশ জমিতে চাষ হয়েছে উন্নত জাতের বারি-১ (তাহেরপুরি) পেঁয়াজ। আর বাকি ১৫ শতাংশ জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বিভিন্ন জাতসহ স্থানীয় জাতের পেঁয়াজ আবাদ হয়।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতিম সাহা জানান, চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা মাঠ থেকে পেঁয়াজ ঘরে তুলছেন। এবার পেঁয়াজ চাষ করে এখানকার কৃষকরা লাভবান হবেন বলে আশা করছেন তিনি।
কৃপ্র/এম ইসলাম