কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ জাতীয় বীজ বোর্ড হাইব্রিড ধানের ১টি জাত নিবন্ধন, ইনব্রিড ধানের ৩টি জাত ছাড়করণ, দেশি পাটের ১টি, তোষা পাটের ১টি, মেস্তার ১টি ও ইক্ষুর ১টি জাত ছাড়করণের অনুমোদন দিয়েছে। গত ৫ এপ্রিল জাতীয় বীজ বোর্ডের ৯২তম সভায় এ অনুমোদন দেয়া হয়। ব্রি হাইব্রিড ধানের জাতটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত আমন মৌসুমে চাষাবাদের উপযোগী জাত। জাতটির গড় জীবনকাল ১১৫-১২০ দিন। প্রস্তাবিত জাতটির চেক জাত বিনা ধান৭-এর চেয়ে ২০ শতাংশ ফলন বেশি। জাতটির ফলন ৬ টন/হেক্টর। চাল চিকন ও লম্বা আকৃতির। জাতটি ঢাকা, চট্টগ্রাম ও যশোর অঞ্চলে চাষাবাদের অনুমোদনের জন্য কারিগরি কমিটি জাতীয় বীজ বোর্ডে সুপারিশ করে। এরই প্রেক্ষিতে ব্রি হাইব্রিড ধান৬ অনুমোদন করেছে জাতীয় বীজ বোর্ড।
অনুমোদন পাওয়া অন্য জাতগুলোর মধ্যে ব্রি ধান৭৯ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত আমন মৌসুমে চাষাবাদের উপযোগী ধানের জাত। জাতটির গড় জীবনকাল ১৩৫ দিন। উচ্চতা ১১২ সেন্টিমিটার। চাল লম্বা মাঝারি চিকন ও ভাত ঝরঝরে সাদা। রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে কম। ফলন ৫.৫-৭.০ মে. টন। ১৮-২১ দিনের আকস্মিক বন্যা ও বন্যা পরবর্তী ১৫-২০ দিনের মাঝারি জলাবদ্ধতা (৫০-৬০ সে.মি.) থাকলেও এ জাতটি ৪-৪.৫ টন/হেক্টর ফলন দিতে সক্ষম। এ ছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ব্রি ধান৮০ আমন মৌসুমে চাষাবাদ উপযোগী জাত। জাতটির গড় জীবনকাল ১৩০-১৩৫ দিন। উচ্চতা ১২০ সে.মি। চাল মাঝারি লম্বা ও মোটা এবং সুগন্ধিযুক্ত। ফলন ৪.৫-৫ টন/হেক্টর। এ জাতের চালে সুগন্ধি থাকায় এটি রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিনা ধান১৯ আউশ মৌসুমের জন্য চাষাবাদের উপযোগী। জীবনকাল ৯০-১০৫ দিন। জাতটির গড় ফলন ৩.৮৪ টন/হেক্টর। সর্বোচ্চ ফলন ৫.০০ টন/হেক্টর। খরা সহিষ্ণু এ জাতটি খরাপ্রবণ, বরেন্দ্র এলাকা ও পাহাড়ি এলাকায় চাষাবাদ করার উপযোগী।
অনুমোদিত পাটের তিনটি জাতের মধ্যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিজেআরআই তোষা পাট-৭ জাতের বীজের রং নীলাভ সবুজ। অাঁশ উৎপাদনের জন্য জাতটির গড় জীবনকাল ১২০ দিন। গড় পপুলেশন ৩.৩ লাখ/হেক্টর। গাছের উচ্চতা ৩.৫৮ মিটার। বেসাল ডায়মিটার ১৮.২৫ মিমি। এ জাতটির গাছ লম্বা, গাঢ় মসৃণ ও দ্রুত বর্ধনশীল; যা ঙ-৯৮৯৭ জাতের চেয়ে দ্রুত বৃদ্ধি পায়। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিজেআরআই দেশি পাট-৯ জাতটি নাবীতে বপনযোগ্য। এর অাঁশ ধবধবে, বীজ নীলাভ। অাঁশ উৎপাদনের জন্য জাতটির গড় জীবনকাল ১২০ দিন। গড় পপুলেশন ৩.৩ লাখ/হেক্টর। গাছের উচ্চতা ৩.৪০ মিটার। বেসাল ডায়মিটার ২১.৪১ মি.মি.। জাতটি হলুদ মাকড় আক্রমণ সহিষ্ণু। তিন-চার ফসলি শস্যক্রমে উপযোগী। পাতার বোঁটার উপরিভাগ হালকা লাল। প্রচলিত জাতের তুলনায় এটি স্বল্পমেয়াদি জাত, কা- সবুজ, পাতার বোঁটার উপরিভাগ হালকা লাল রং, পাতা বল্লমাকৃতি এবং হলুদ মাকড়ের আক্রমণ সহিষ্ণু। বিজেআরআই মেস্তা-৩ জাতটি অাঁশ উৎপাদনকারী উন্নত জাত। অাঁশ উৎপাদনের জন্য জাতটির গড় জীবনকাল ১২০ দিন। গড় উচ্চতা ৭.৩২ ফুট। উঁচু, মাঝারি উঁচু, খরাপীড়িত পতিত/শুষ্ক চরাঞ্চলে বপন উপযোগী।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিএসআরআই৪৬ জাতটির কা- লম্বা, সোজা মধ্যম আকারের হলুদাভ সবুজ। এর জীবনকাল ৩৩০-৩৪৬ দিন। পর্ব মধ্য আকৃতির, কা- মাঝারি শক্ত ও নিরেট। গড় ফলন ১১৫.৬ টন/হেক্টর। গিরা ফোলা, চোখ বড় ও ডিম্বাকৃতির। পরিপক্ব চোখের উপরিঅংশ গ্রোথরিং স্পর্শ করে থাকে। এ জাতের ইক্ষুতে ফুল দেখা যায়। এ জাতের ইক্ষুতে চিনি ধারণ ক্ষমতা জানুয়ারি মাসে সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। জাতটি বন্যা ও জলাবদ্ধতা সহিষ্ণু। ঈশ্বরদী-৩৯-এর মতো লাল পচা ও স্মার্ট রোগ প্রতিরোধী।
কৃপ্র/এম ইসলাম