কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রাজশাহীর বরেন্দ্রাঞ্চলে খরা সহনশীল জাত বারিগম-৩০ এর জনপ্রিয়তা চাষীদের মাঝে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলন ভালো হওয়ায় আগের বীজের পরিবর্তে চাষীরা এখন নতুন বীজ বারিগম-৩০ চাষ করতে শুরু করেছে এবং অনেকে এখন এই গম চাষে আগ্রহী হয়ে উঠছে। খরা প্রবণ ও সেচ স্বল্পতার কারণে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৫ টি উপজেলায় গম চাষের চেয়ে ইরি-বোরো ধান চাষে চাষীরা সমস্যার সম্মুখীন হচ্ছে।
গম গবেষণা ইনিস্টিটিউটের প্রধান বৈজ্ঞানীক কর্মকর্তা ড. ইলিয়াস হোসেন বলেন, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্স ইনিস্টিটিউট (বিএআরআই) এর উদ্ভাবিত বারিগম-৩০ নামের নতুন জাতের গম বীজ উদ্ভাবনের ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে। পাশাপাশি, ইরি-বোরো মৌসুমে বৃষ্টিপাত ও সেচ কমেও নতুন এই জাতের গমে সন্তোষজনক ফলন দিচ্ছে।
খরা সহনশীল নতুন উদ্ভাবিত গমের এই বীজটিকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করে ড. ইলিয়াস হোসেন খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এটি অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।
ড. ইলিয়াস বলেন, এ ব্যাপারে চাষীদের সুবিধার্থে উচ্চ ফলনশীল জাতের বারিগম-৩০ বীজসহ আধুনিক বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে।
কপ্র/এম ইসলাম