কৃষি প্রতিক্ষন গাইবান্ধা : জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগ গাইবান্ধা জেলায় স্বল্পমেয়াদী ফসল চাষ কর্মসূচী গ্রহন করেছে । এর আওতায় এ জেলা শহরের কৃষকদের তারা আমন, সরিষা, আলু, দেশী পারিজা ধান ও উচ্চফলনশীল মুগডাল চাষের পরামর্শ দিয়েছেন ।এর ফলে কৃষকদের এই সব ফসল উৎপাদনে আগ্রহ বাডছে । চলতি মৌসুমে গাইবান্ধার সাত উপজেলায় ৪২ হেক্টর জমিতে বি ইউ-৪ ও বারি-৬ জাতের মুগডাল আবাদ হয়েছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় মুগডাল চাষে আগ্রহী হয়েছেন এ অঞ্চলের অনেক কৃষক।
কৃষকরা বলছেন, মুগডালের আবাদ ভালো হয়েছে। পোকমাকড় কম হওয়াতে খরচ কম হয়েছে বলে বেশি লাভ হবে। বিঘাপ্রতি সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা খরচ করে লাভ থাকছে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। বিঘায় ফলন পাওয়া যায় ৫ থেকে৬ মণ।
পাইকারি বাজারে প্রতি কেজি মুগডাল ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি করছেন কৃষক। কৃষি গবেষণা ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কৃষকদের মুগডাল চাষে উদ্বুদ্ধ করছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ কা মো. রুহুল আমিন বলেন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মুগডাল চাষে আগ্রহী করা হচ্ছে। মুগডাল চাষে খরচ এবং পোকা-মাকড়ের আক্রমন কম হওয়ায় আগামীতে এ অঞ্চলে মুগডালের আবাদ আরো বাড়বে বলে জানিয়েছে, এ কর্মকর্তা।
কৃপ্র/এম ইসলাম