কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সুনামগঞ্জের হাওরে ফসলডুবির ঘটনায় বিক্ষুব্ধ হাজার হাজার কৃষক দাবি আদায়ের আন্দোলনে নেমেছেন। তারা জেলার বিভিন্ন উপজেলায় জুড়ে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন। এসব সমাবেশে পাউবোর কাজের সুষ্টু তদন্ত, দুর্নীতিবাজ ঠিকাদার ও পিআইসি‘র সংশ্লিষ্টদের গ্রেপ্তার, তদন্তের আগে ঠিকাদারদের বিল না দেওয়া, জরুরি ভিত্তিতে খোলা বাজারে ১০ টাকা কেজির চাল বিতরণ শুরু, ইজারাকৃত জলমহালের ইজারা বাতিল, সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, গ্রামে গ্রামে রেশনিং প্রথা চালুসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে।
হালির হাওর পাড়ের কয়েক হাজার কৃষক পাউবো, পিআইসি ও সিন্ডিকেট ঠিকাদারদের শাস্তির দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে ন। উপজেলা নির্বাহী অফিসারের নিকট কৃষকরা ১৫ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। স্বারক লিপিতে উল্লেখ করেন,পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে ৬০ লাখ টাকার ৪টি প্রকল্প এনে বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিআইসির নামে তার পরিবারভুক্ত পকেট কমিটি দিয়ে বাঁধের কাজ অসমাপ্ত রাখায় ৬ হাজার হেক্টরের আবাদকৃত বেরো ধান পানিতে তলিয়ে গেছে। তাই পাউবো ও পিআইসির সাথে সংশ্লিষ্টদের আইনের কাঠগড়ায় দার করানোর জন্য তারা প্রশাসনের প্রতি আহবান জানান। এছাড়াও অন্যান্য দাবি গুলো হল, ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের সরকারি কৃষি ও এনজিও সংস্থার ঋণ মওকুফ করা, নতুন করে কৃষক পুন:বাসনে সুদমুক্ত নতুন ঋণ প্রদান ইত্যাদী।
কৃপ্র/এম ইসলাম