কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৪টি ইউনিয়নের কয়েক হাজার একর জমির বোরো ফসল রক্ষায় স্থানীয় কৃষকরা চারটি খালের মুখে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেছেন। মোজাফরপুর ইউনিয়নের বর্ণি নদী তীরবর্তী জালিয়ার হাওরের কয়েক হাজার একর জমির বোরো ফসল রক্ষা করতে মোজাফরপুর কচুয়া খালে মুখ, দাইরের খালের মুখ, কালারিয়া খালের মুখ ও কান্দিউড়া ইউনিয়নের কইজানি নদীর তীরবর্তী বেউরি খালের মুখে বাঁধ নির্মাণ করা হয়েছে। এতে কৃষকরা কিছুটা স্বস্তি ফিরে পেলেও যেভাবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে তাদের মনের আতংক কিছুতেই কাটছে না। ইতোমধ্যে নদী তীরবর্তী প্রায় ৭ একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে।
উপজেলার কান্দিউড়া, নওপাড়া, বলাইশিমুল ও মোজাফরপুরসহ ৪টি ইউনিয়নের হাওরাঞ্চলের কৃষকরা জানান, ওই চার ইউনিয়নের কয়েকটি হাওরে হাজার হাজার একর বোরো ফসলের জমি রয়েছে। সাইডুলি, কইজানি, পাটেশ্বরী ও বর্ণি নদীর পানি বৃদ্ধি পেলে নদীগুলোর সঙ্গে সংযুক্ত মোজাফরপুর কচুয়া খাল, দাইরের খাল, কালারিয়া খাল ও বেউরি খাল দিয়ে নদীর পানি প্রবেশ করে ওইসব হাওরের বোরো ফসল তলিয়ে যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা হাসান হাসান ইমাম জানান, উপজেলার প্রায় ৭ একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। ওই চারটি ইউনিয়নের হাওরাঞ্চল হিসেবে মাত্র ১ হাজার ৩০ একর জমি রয়েছে।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/ এম ইসলাম