কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ জয়পুরহাট জেলায় গত ১১ বছরে ৫৩ হাজার ৭ শ ২৮ মেট্রিক টন গমের উৎপাদন হয়েছে। কৃষক পর্যায়ে সরকারের নানা পদক্ষেপ গ্রহণের ফলে খাদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে গমের চাষও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, উন্নত প্রযুক্তির ব্যবহার, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার, গমের মূল্য ভাল, উৎপাদন খরচ তুলনামূলক কম, তেমন লেবার প্রয়োজন হয়না, পরিচর্যা সহজ ও রোগ বালাই কম এবং মাড়াই যন্ত্রের সুফলের কারণে জেলায় গমের চাষ বৃদ্ধি পাচ্ছে। আগে প্রচন্ড রোদের মধ্যে গম মাড়াই করতে হতো। যা কৃষকের জন্য ছিল খুবই কষ্টকর। বর্তমানে উন্নত প্রযুক্তির ফলে মাড়াই যন্ত্রের মাধ্যমে গম মাড়াই করতে পারছেন কৃষকরা।
সূত্র জানায়, বিগত ১১ বছর ধরে গমের চাষ ও উৎপাদনের মধ্যে রয়েছে ২০০৬ সালে গমের চাষ হয় ২ হাজার ৮শ ৬০ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল ৪ হাজার ৫শ ১০ মে. টন গম, ২০০৭ সালে গমের চাষ হয় ২ হাজার ৪৫ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ ৪ হাজার ২শ ৬ মে. টন, ২০০৮ সালে গমের চাষ হয় ১ হাজার ২শ ৭৫ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ হচ্ছে ৩ হাজার ১শ ৬৯ মে. টন, ২০০৯ সালে গমের চাষ হয় ১ হাজার ৭শ ৩ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ ৪ হাজার ১শ ৫০ মে. টন, ২০১০ সালে গমের চাষ হয় ১ হাজার ৫শ ১০ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ ছিল ৩ হাজার ৭শ ২৯ মে. টন, ২০১১ সালে গমের চাষ হয় ১ হাজার ৭শ ২৫ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ ছিল ৪ হাজার ৩শ ৪৭ মে. টন, ২০১২ সালে গমের চাষ হয় ১ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ ছিল ৪ হাজার ৭শ ২৫ মে. টন, ২০১৩ সালে গমের চাষ হয় ১ হাজার ৮শ ২০ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ ছিল ৫ হাজার ১শ ৪৭ মে. টন এবং ২০১৪ সালে গমের চাষ হয় ১ হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ হচ্ছে ৬ হাজার ১শ ৫ মে. টন গম, ২০১৫ সালে গমের চাষ হয় ১ হাজার ৯ শ ৯৫ হেক্টর জমিতে, এতে গমের উৎপাদন হয় ৬ হাজার ১শ ২৮ মেট্রিক টন এবং ২০১৬ সালে ২ হাজার ১ শ ৪৫ হেক্টর জমিতে গমের চাষ হয়। এতে গমের উৎপাদন হয় ৭ হাজার ৫ শ ১২ মেট্রিক টন।
ইতোমধ্যে গমের মাড়াই কার্যক্রম সমাপ্ত হয়েছে। এতে এবার রেকর্ড পরিমাণ হেক্টর প্রতি গড় ফলন হয়েছে সাড়ে ৩ মেট্রিক টন গম বলে জানায় কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুধেন্দ্রনাথ রায় বাসস’কে বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এবার গমের উৎপাদন ভাল হয়েছে। জেলার অধিকাংশ এলাকার মাটি গম চাষের উপযোগী বলে জানান তিনি।
সুত্রঃ বাসস/ কৃপ্র/এম ইসলাম