কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পেঁয়াজ বীজ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভারইডাঙ্গা গ্রামের চাষি ইসহাক মোল্লা। চলতি মৌসুমে ৩৫ বিঘা জমিতে পেঁয়াজ বীজ আবাদ করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি । এরই মধ্যে পেঁয়াজ বীজ ঘরে তুলেছেন। প্রতি বিঘা জমিতে চার থেকে পাঁচ মণ করে পেঁয়াজ বীজ উৎপন্ন হয়েছে। এলাকার অন্য কৃষকদের তুলনায় তাঁর ফলন বেশি হয়েছে আর উৎপাদিত পেঁয়াজ বীজের গুণগতভাবেও ভালো।
ইসহাক মোল্লা জানান, তিনি প্রতি বিঘা জমিতে তাঁর গড়ে খরচ করেছেন ৪০ হাজার টাকা। উন্নত মানের বীজের ব্যবহার, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহ যোগিতার মাধ্যমে পর্যাপ্ত ও সুষম মাত্রায় সার প্রয়োগ, সঠিক পরিচর্যা, প্রয়োজনীয় কীটনাশক দেওয়ার ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। সফল এ চাষি জানান, প্রথম বছর চাষ করে বাম্পার ফলনের ফলে তিনি প্রচুর মুনাফা অর্জন করেন। পরে চলতি বছর তিনি অধিক মুনাফা লাভের আশায় পেঁয়াজ বীজ চাষের প্রতি ঝুঁকে পড়েন। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় রাত-দিন পরিচর্যার ফলে তাঁর স্বপ্নপূরণ হয়।
কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজ প্রতি মণ বাজারে বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত। আর এ ক্ষেত্রে ইসহাক মোল্লার সব খরচ বাদে প্রতি একরে সাত লাখের বেশি টাকা মুনাফা অর্জিত হবে বলে আশা করছেন তিনি। মডেল চাষি হিসেবে এলাকার অন্য কৃষকদেরও পেঁয়াজ বীজ চাষের মাধ্যমে ভাগ্যের চাকা ঘুরে গেছে। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনসহ কৃষি অফিসার মো. ওয়াহিদুজ্জামান এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা কৃষিতে বিপ্লব সৃষ্টিকারী ইসহাক মোল্লার পেঁয়াজ বীজের জমি পরিদর্শন করেন।
কৃপ্র/এম ইসলাম