কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। প্রতি কেজি ধান ২৪ টাকা, চাল ৩৪ ও গম ২৮ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে। রবিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পকিল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ২৪ টাকা কেজি দরে ৭ লাখ টন ধান ও ৩৪ টাকা দরে ৮ লাখ টন চাল কেনা হবে। গত বছর ২৩ টাকা কেজি দরে ৭ লাখ টন ধান এবং ৩২ টাকা কেজিতে ৬ লাখ টন চাল কিনেছিল সরকার।
সেই সঙ্গে ২৮ টাকা কেজি দরে এক লাখ টন গম কেনা হবে বলে জানান খাদ্যমন্ত্রী। আগামী ২৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ করা হবে। মন্ত্রী জানান, প্রতিকেজি ধান ২২, চাল ৩১ ও গমে ২৮ টাকার মতো উৎপাদন খরচ পড়েছে।
কৃপ্র/এম ইসলাম