কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ময়মনিসংহ জেলার গৌরীপুরে প্রবল বর্ষণে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চলের বোরো ধান তলিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে থেমে থেমে প্রবল বর্ষণে প্রায় ৩শ কৃষকের ২৭৯ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাওহা ইউনিয়নের বাউশালী বিলের কৃষকরা তাদের জমির ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ শুরু করেছে। তাদের দাবি, সুরিয়া নদীতে খনন না করায় তলিয়ে যাচ্ছে তাদের ফসল।
উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের বালকি বিল, অচিন্তপুর ইউনিয়ের চাতুল আগ্রাইলবিল, সুরিয়া, রামগোপালপুর ইউনিয়নের বলেশ্বর, কৈট্রাপুরি, শ্রীধরপুর, ডৌহাখলার মরিচালি, সিধলার সিধলং, মাওহা ইউনিয়নের বাউশালী, নয়নগর, সুরিয়াসহ বিভিন্ন বিলে বর্ষণে বোরো ফসলের জমি তলিয়ে যাচ্ছে। রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার জানান, এ ইউনিয়নে অতিবর্ষণে প্রায় ৭৫ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, এ পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তাদের তথ্যমতে তলিয়ে যাওয়া বোরো ফসলের জমি ৩৬ একর।
কৃপ্র/এম ইসলাম