কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রংপুর অঞ্চলে সর্বত্র কাঠালের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। ডিএই’র হার্টিকালচার বিশেষজ্ঞ খন্দকার মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাত পাওয়ায় ছোট ছোট কাঠালগুলোর বৃদ্ধি ভালো হচ্ছে। এবারের মৌসুমে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলার চাষিরা ৩ হাজার ৫১ হেক্টর জমিতে ৬০ হাজার টন কাঠালের ফলনের লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে।
বিএই-র আঞ্চলিক অতিরিক্ত পরিচালক বলেন, গাছগুলোতে ব্যাপক পরিমাণ কুড়ি ধরেছে এবং ভালো বৃদ্ধির কারণে কাঠালের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। সদর উপজেলার কয়েকজন কাঠাল চাষি জানায়, কাঠালের বাম্পার ফলনের পরও যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় তারা এর ভালো দাম পাচ্ছে না। এ সময় তারা ভালো দাম পেতে কাঠালসহ অন্যান্য মৌসুমী ফল সংরক্ষণ এবং সুষ্ঠ বাজারজাত করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
কৃপ্র/এম ইসলাম