কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ভোলা জেলার মনপুরা উপকূলে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে একের পর এক অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। এতে মানুষের পাশাপাশি গো-খাদ্যের চরম সংকট দেখা দেয়ায় অর্ধলক্ষাধিক পশু নিয়ে চরম বিপাকে পড়েছে এই উপকূলের হাজারো কৃষক। একদিকে মাঠে ফসলের ক্ষতি অন্যদিকে গো-খাদ্যের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
বইশা চরের বাতান (মহিষ ও গরু রাখে যারা) ফরিদ, জুয়েল দাস ও নান্নু জানান, বইশার চরে প্রায় ৫ হাজার মহিষ ও গরু আছে। বৃষ্টি ও জোয়ারের পানিতে চর প্লাবিত হওয়ায় গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। গত চারদিন পশু ঘাসের পরিবর্তে লোনা পানি পান করছে। এতে অনেক পশুর ডায়রিয়া দেখা দিয়েছে। সোনারচরের বাতান আরশাদ ও বাশার জানান, চর জুড়ে শুধু লোনা পানি। গত চারদিন পাঁচ শতাধিক মহিষ জোয়ারের পানি পান করছে। এতে অনেক পশু অসুস্থ হয়ে পড়ছে। একই কথা বলেন, বদনার চরের বাতান নশু, কলাতলীর চরের বাতান শামসুসহ অনেকে। উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা গেছে, এই উপকূলে সাড়ে ২০ হাজার গরু, মহিষ ১১ হাজার ৪’শ, ছাগল ১২ হাজার ৬’শ ও সাড়ে ৪ হাজার ভেড়া রয়েছে।
উপজেলা উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মো. লোকমান জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে চরাঞ্চলসহ উপজেলার বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অর্ধলক্ষাধিক পশুর চরম গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। ঘাসের পরিবর্তে দানাদার খাবার দেয়ার জন্য কৃষককে পরামর্শ দিচ্ছি। এছাড়াও অসুস্থ পশুদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
সুত্রঃ যুগান্তর / কৃপ্র/এম ইসলাম