কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৫ হাজার হেক্টর জমির বোরো আবাদ পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে ১০ হাজার পরিবার। গত ২০ এপ্রিল থেকে অবিরাম বর্ষণ ও মহারশি, সোমেশ্বরী, কালঘোষা, মালিঝি নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে শতশত একর জমির কাচা-পাকা বোরো ধান ক্ষতি হয়েছে। ৫টি গ্রামের ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা জানান, তার ইউনিয়নের শতশত একর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে ৮/১০টি গ্রামের শতশত মানুষ।
পানিবন্দি গ্রাম ও তলিয়ে যাওয়া বোরো এলাকাগুলো হলো, কান্দুলী, কোচনীপাড়া, বাগেরভিটা, মারুয়াপাড়া, খাটুয়াপাড়া, হাসলিগাঁও, বানিয়াপাড়া, বাতিয়াপাড়া, রাঙ্গামাটিয়া, দাড়িয়ারপাড়, কালিনগর, বালিয়া গাঁও, জরাকুড়া, পাইকুড়া, সুরিহাড়া, মাটিয়াপাড়া, পাগলারমুখ, বনগাঁও চতল প্রভৃতি গ্রাম।
কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. কোরবান আলী বলেন, অতি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে প্রায় ৫ হাজার হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান দেয়া হবে।
কৃপ্র/এম ইসলাম