কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এ বছর অতি বৃষ্টি ও অকাল বন্যায় যে ক্ষতি হয়েছে সেটিতো হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্যোগের মধ্যে না পড়তে হয় তার জন্য প্রস্তুতি নিতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের দেশে দুর্যোগের ঝুঁকি রয়েছে। দুর্যোগ মোকাবেলা করেই আমাদেরকে চলতে হবে। হাওরে যাতে আগামীতে এ ধরণের বন্যা ও দুর্যোগের সৃষ্টি না হয় সে জন্য পদক্ষেপ নিতে হবে।’ শুক্রবার বিকালে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার শাহানা রাব্বানী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমদ খান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/এম ইসলাম