কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চলতি বোরো মৌসুমে পঞ্চগড় জেলার চাষীরা বোরো ধানের বাম্পার ফলনের আশা করছে। সূত্র জানায় চলতি মৌসুমে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ যেমন- রাসায়নিক, সার, কীটনাশকসহ সহজলভ্য এবং দামও চাষীদের অনুকূলে ছিল।কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই) জানায়, জেলার বোরো ক্ষেতগুলোতে সেচের জন্য গভীর ও অগভীর টিউবওয়েলগুলোর ৪০ শতাংশ ডিজেল চালিত এবং ৬০ শতাংশ বিদ্যুত চালিত টিউবওয়েল ব্যবহৃত হচ্ছে। সেচের জন্য ডিজেল সহজলভ্য দামও কম। ডিএই-র উপপরিচালক মো. আশরাফ আলী জানান, এবারের মৌসুমে জেলার ৮১ হাজার হেক্টর জমিতে ৩ লাখ ৩২ হাজার টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গড়ে হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা ৮ দশমিক ৮০ টন।
সুত্রঃ বাসস/ কৃপ্র/এম ইসলাম