কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের এ তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে বাড়ছে ঘূর্ণিঝড়ের তীব্রতা। বিভিন্ন গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন ‘ডিজাস্টার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর গবেষকরা। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তারা।দুর্যোগ ও উন্নয়নবিষয়ক গবেষণা সংস্থা ‘ডিজাস্টার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইপসা’র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং দাদুর অবৈতনিক প্রধান নির্বাহী ড. মো. ইদ্রিস আলম। এছাড়া প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আলা আমীন।
মূল প্রবন্ধে ড. মো. ইদ্রিস আলম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা ক্রমবর্ধমান। তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে ঘূর্ণিঝড় কম-বেশি হওয়ার কোনো তথ্য পাওয়া না গেলেও এর তীব্রতা বৃদ্ধিসংক্রান্ত তথ্য পাওয়া গেছে। ১৯৮৬ থেকে ২০০৫ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
কৃপ্র/এম ইসলাম