বিজ্ঞানী মোঃ মোতাহার হোসেন ও বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামানঃ মরিচে গাছে জাব পোকা গাছের কচিও বয়স্ক পাতায় আক্রমন করে।
ক্ষতির ধরন: সব ধরনের পাতার নীচের দিকে বসে রস শুষে খায় এমনকি এরা গাছের কান্ডেও আক্রমণ করে থাকে ফলে কান্ড শুকিয়ে মারা যায়।
দমন ব্যবস্থা-
১। আঠালো হলুদ ফাঁদ (প্রতি হেক্টরে ৪০ টি) ব্যবহার করে।
২। আধা ভাঙ্গা নিম বীজের (৫০ গ্রাম এক লিটার পানিতে ২৪ ঘন্টা ভেজানোর পর মিশ্রনটি ছাঁকতে হবে) নির্যাস আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার ¯েপ্র করে এই পোকা নিয়ন্ত্রণ করা যায়।
৩। বন্ধু পোকাসমূহ (লেডীবার্ড বিটলের পূর্নাঙ্গ ও কীড়া এবং সিরফিড ফ্লাই) প্রকৃতিতে লালন।
৪। আক্রমণ বেশি হলে স্বল্পমেয়াদী বিষক্রিয়ার ম্যালাথিয়ন ৫৭ ইসি (ফাইফানন/সাইফানন/অন্য নামের) ১০ মিলি অথবা কুইনালফস ২৫ ইসি (করলাক্স/একালাক্স/কিনালাক্স/অন্য নামের) বা ডাইমেথয়েট (বিস্টারথোয়েট/টাফগর/অন্য নামে) বা কেরাতে ১০ লিটার পানিতে ১০ মিলি হারে বা সাকসেস ১০ লিটার পানিতে ১২ মিলি হারে ¯েপ্র করে এদের নিয়ন্ত্রণ করা যায়।
লেখকঃ বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব) , মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই শিবগঞ্জ, বগুড়া।