বিজ্ঞানী মোঃ মোতাহার হোসেন ও বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামানঃ মরিচে মাকড় বা মাইট গাছের কচি ও বয়স্ক পাতা আক্রমণ করে। যার ফলে পাতার নীচের দিক ক্ষতিগ্রস্ত হয় । শিরার মধ্যকার এলাকা বাদামী রং ধারণ করে ও শুকিয়ে যায় এবং মারাত্মকভাবে আক্রান্ত পাতা সহজেই ভেঙে গুঁড়িয়ে যায়। কচি পাতা মাকড় দ্বারা আক্রান্ত হলে পাতা নীচের দিকে মুড়ে গিয়ে স্বাভাবিকের চেয়ে সরু হয়ে যায় ।
দমন ব্যবস্থা:
১। নিমতেল ৫ মিলি + ৫ গ্রাম ট্রিকস প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নীচের দিকে স্প্রে করতে হবে ।
২। এক কেজি আধা ভাঙ্গা নিম বীজ ২০ লিটার পানিতে ২৪ ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি (ছেকে নেওয়ার পর) পাতার নীচের দিকে স করা।
৩। পাইরিথ্রয়েড জাতীয় কীটনাশক ব্যবহার যথাসম্ভব পরিহার করতে হবে।
৪। আক্রমণ বেশি হলে মাকড়নাশক ওমাইট ৫৭ইসি (প্রতি লিটার পানিতে ২.০ মিলি হারে) বা ভার্টিমেক ১.৮ ইসি প্রতি ১০ লিটার পানিতে ১২ মিলি হারে পাতা ভিজিয়ে স্প্রে করে মাকড়ের আক্রমণ প্রতিহত করা সম্ভব।
৫। মাকড়ের সাথে অন্য পোকার আক্রমণ দেখা দিলে প্রথমে মাকড়নাশক ব্যবহার করে অতপর কীটনাশক প্রয়োগ করতে হবে।
লেখকঃ বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব) , মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই শিবগঞ্জ, বগুড়া।
কৃপ্র/এম ইসলাম