কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বগুড়া জেলার নন্দীগ্রামে বোরো ধান কাটা শুরু হয়েছে। বোরো ধানের মাঠে এখন এখন পাকা ধানের সোনালী হাসি । উজ্জল রোদে সেই হাসি আরো ঝলমল করে উঠছে । অনেক মাঠেই কৃষক কাস্তে নিয়ে ধান কাটার উৎসবে নেমে পড়েছেন। শস্যভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলায় এবছর ধানের ফলন ভালো হয়েছে আবার দাম ও ভালো। জানা গেছে, চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে বেশ খুশী কৃষকরা। এবার প্রতি বিঘা বোরো চাষে সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা খরচ হয়েছে তবে এবার উৎপাদন ভালো হয়েছে বলে কৃষকরা জানান।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, এ বছর চলতি বোরো মৌসুমে শুধু নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নে সর্বমোট ২০ হাজার ৪শ ৬৭ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্য ১ লাখ ১৯ হাজার ১শ ২০ মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে এর পাশাপাশি ধানের ফলন আশানূরূপ হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষকদের সবচেয়ে ব্যয় বহুল ঝুকিপূর্ণ আবাদ হচ্ছে ইরি-বোরো চাষ।
উপজেলার হাটলাল গ্রামের কৃষক আঃ রহিম,আনছার আলী, ভাদুম গ্রামের কৃষক আঃ কালাম জানান, প্রতি বিঘায় মিনিকেট ধান ২২ থেকে ২৪ মন ও পারি জাতের ধান ১৮ থেকে ২০ মন হারে ফলন হচ্ছে। এ ছাড়াও প্রতি মণ পারি ৬৫০ থেকে ৭০০টাকা ও মেনিকেট ৮৫০ থেকে ৯৫০ টাকা দরে বিক্রয় হচ্ছে। ধান কাটার শুরুতেই ভালো ফলন ও ন্যায্য দাম পেয়ে তারা খুব খুশি বলে জানিয়েছেন।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মুহা. মশিদুল হক জানান, ভালো আবহাওয়া ,কৃষি অফিসের সঠিক পরামর্শ ও কৃষকদের কঠোর পরিশ্রমে এবার উপজেলায় বোরো ধানের ভালো ফলন হয়েছে।
কৃপ্র/এম ইসলাম