কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কাল বৈশাখী ঝড়ে এবার পথে বসার উপক্রম হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আম চাষীদের। শুক্রবার বিকেল ৫টার দিকে হঠাৎ যেন মাথার ওপরের আকাশটা ভেঙে পড়া শুরু করে। গাছের আম, লিচু, ডাল-পাতা সব মাটির সঙ্গে মিশিয়ে দিল। তার কিছুক্ষণ পর শিলার সঙ্গে দমকা হাওয়া নিয়ে বৃষ্টি হয়ে মাটির রুপ বদলে দিল। একের পর এক প্রাকৃতিক দূর্যোগের হাতে পড়ে নিরুপায় হয়ে পড়েছে শিবগঞ্জবাসী।
উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর গ্রামের আম ব্যবসায়ী ইব্রাহীম হোসেন বলেন, ‘গত সপ্তাহের কাল বৈশাখী ঝড়ে আমার বাগানের ৯০ শতাংশ আম পড়ে গেছিল। আর আজকের শিলা বৃষ্টিতে ১০ শতাংশ আম থাকার কথা, সেটিও থাকল না। আমার মোট ৩৫ লাখ টাকার আম বাগানে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা এসএম আমিনুজ্জামান বলেন, শিলা বৃষ্টির কারণে আম এবং পাঁকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/এম ইসলাম