কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বিদেশীসহ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো (পিসিবি) এখন কৃষি ঋণ বিতরণে অগ্রণী ভূমিকা পালন করছে। এই ব্যাংকগুলো ২০১৬-১৭ অর্থবছরে (২০১৭) জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে ৮৩৫৪ কোটি ৩৩ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। এ মেয়াদে পিসিবি ২০১৭ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক বেধে দেয়া ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৭৮২৭ কোটি টাকার বিপরীতে ঋণ বিতরণ করেছে ৭৮২২ দশমিক ২৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, ৯টি বিদেশী বাণিজ্যিক ব্যাংকের (এফসিবি) বার্ষিক লক্ষ্যামাত্রা ৪৩৩ কোটি টাকা ছাড়িয়ে ইতোমধ্যেই ৫৩২ দশমিক শূন্য ৭ কোটি টাকা বিতরণ করেছে। বিতরণকৃত এই ঋণের পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে ৯৯ কোটি টাকা বেশী। সমস্ত ব্যাংক মিলে মার্চ পর্যন্ত মোট ১৫,৮১০ দশমিক ৪২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা বার্ষিক লক্ষ্যমাত্রায় ৯০ দশমিক শূন্য ৯ শতাংশ। ২০১৭ অর্থবছরের ঋণদানের লক্ষ্যমাত্রা ১৭,৫৫০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা জানান, এক সময় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (এসসিবি) কৃষি ও অকৃষি ঋণ বিতরণে প্রধান ভূমিকা পালন করেছে, তবে পিসিবি এবং এফসিবি এখন কৃষি ঋণ বিতরণ এবং আদায়ে শীর্ষ ও সন্তোষজনক অবস্থানে রয়েছে। ৯ মাসে এসসিবি এবং বিশেষায়িত ব্যাংকগুলো মোট ৭,৪৫৬ দশমিক শূন্য ৯ কোটি টাকা বিতরণ করেছে যা লক্ষ্যমাত্রার ৮০ দশমিক ২৬ শতাংশ, ব্যাংকগুলোর বার্ষিক লক্ষ্যমাত্রা ৯,২৯০ কোটি টাকা।
পিসিবি এবং এফসিবি’র সাফল্য বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতে তাদের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা বৃদ্ধি করবে উল্লেখ করে বিবি কর্মকর্তা বলেন, আমাদের অগ্রাধিকার এলাকা বিবেচনায় ঋণ বিতরণ জোরদারে প্রতিমাসে বাংলাদেশ ব্যাংকে সিডিউল ব্যাংকগুলোর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
২০১৫-১৬ অর্থবছরে পিসিবি তাদের লক্ষ্যমাত্রা ৬,৭১৭ কোটি টাকার বিপরীতে ৮,৩৬০ কোটি টাকা বিতরণ করেছে। এফসিবি তাদের মোট লক্ষ্যমাত্রা ৩৯৩ কোটি টাকার বিপরীতে ৫১০ কোটি টাকা বিতরণ করেছে। এসসিবি ও বিশেষায়িত ব্যাংকগুলো তাদের লক্ষ্যমাত্রা ৯,২৯০ কোটি টাকার বিপরীতে ৮,৭৭৬ কোটি টাকা বিতরণ করেছে।
সুত্রঃ বাসস/ কৃপ্র/এম ইসলাম