কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ মোহনায় বলেশ্বর নদীর অব্যাহত ভাঙনে ঝুঁকির কবলে পড়েছে খাউলিয়া ইউনিয়নের পূর্ব আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। এ কারণে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।বলেশ্বরের ভাঙনে ইতোমধ্যে ওই এলাকার বহু ফসলি জমি ও বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বলেশ্বর নদী ভাঙন অব্যাহত থাকায় বিদ্যালয়টি এখন নদীর খুব কাছাকাছি চলে এসেছে। নদী থেকে মাত্র ১০ ফুট দূরত্বে বিদ্যালয়টির অবস্থান।
যে কোনো সময় ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এ অবস্থায় শিক্ষার্থীরা বিদ্যালয় আসতে ভয় পাচ্ছে। অভিভাবকরাও তাদের সন্তানদের বিদ্যালয় পাঠাতে চান না। ফলে শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, ১৯২২ সালে পাঠশালা হিসেবে বিদ্যালয়টি চালু করা হয়। ১৯৮০ সালে রেজিস্ট্রেশন হয়। ২০১৩ সালে সরকারিকরণ করা হয়। কিন্তু বিদ্যালয়টি নদী ভাঙনের কবলে পড়েছে। বর্তমানে বিদ্যালটিতে শিক্ষার্থীদের সংখ্যা মাত্র ৫৪ জন। যেখানে গতবছরও ছিল একশ’র ওপরে। এ অবস্থায় বিদ্যালয়টি স্থানান্তর জরুরি হয়ে পড়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান বলেন, বিদ্যালয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি খুব শিগগিরই অনুমোদন পাবো। আর তখনই বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নতুন ভবনের কাজ শুরু করা হবে।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/এম ইসলাম