কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ঠাকুরগাঁও জেলার বোরো ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণের ফলে আক্রান্ত ধান চিটা হয়ে যাচ্ছে। এ অবস্থায় ফলন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন জেলার কৃষকরা।জেলার বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল ও সদর উপজেলার বেশকিছু জমিতে বোরো ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এতে এরই মধ্যে ক্ষতির শিকার হয়েছেন বহু কৃষক। এ অবস্থায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, তাদের অনেকেই ঋণ করে ধান আবাদ করেছেন। কিন্তু ব্লাস্টের সংক্রমণে তাদের ধান চিটা হয়ে যাচ্ছে। এ রোগ থামানো না গেলে নিজেদের খাবার ধানই থাকবে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, কৃষকরা শতাধিক হেক্টর জমির ধান নষ্ট হওয়ার কথা বললেও এখন পর্যন্ত ২ হেক্টর জমিতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। চলতি মৌসুমে জেলার পাঁচ উপজেলায় ৬০ হাজার হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আর এ থেকে উত্পাদন হওয়ার কথা ছিল ২ লাখ ৪০ হাজার টন ধান।
কৃপ্র/এম ইসলাম