কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় কৃষকদের বোরো ফসল অতি বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় এনজিও ঋণের কিস্তির কার্যক্রম এক বছর স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা এ ব্যাপারে মানববন্ধন করেছেন। রবিবার দুপুরে দিরাই বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে উপজেলা সদরের এ মানববন্ধন করে। এতে কৃষক, দিনমজুর ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক লোক অংশ নেন। ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ আব্দুল হকের সভাপতিত্বে ও ব্যবসায়ী কাশেম চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী মোশাহিদ মিয়া, মোঃ আব্দুর রউফ, ব্যবসায়ী ও সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ, আবু সাইদ চৌধুরী, ছাত্রনেতা জুনায়েদ মিয়া ও জাকারিয়া মিয়া প্রমুখ।
কৃপ্র/এম ইসলাম