কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ফেনীর পরশুরাম উপজেলার বিভিন্ন স্থানের বোরো ধানক্ষেতে ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দিয়েছে। বৈরী আবহাওয়াই এ ছত্রাকজনিত রোগটির কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোগ প্রতিরোধে ওষুধ ব্যবহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছেন কৃষকরা। জানা গেছে, চলতি মৌসুমে পরশুরামে ৩ হাজার ২৮০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। ব্লাস্টের সংক্রমণে এর মধ্যে নষ্ট হতে বসেছে প্রায় ১ হাজার হেক্টর জমির ফসল। কৃষকরা বলেন, এ রোগের সংক্রমণে পাকা ধানের শীষ শুকিয়ে ভুসি হয়ে যায়। পরশুরামে ব্লাস্টে আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুরো জমির ধানগাছ মরে যাচ্ছে।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, দিনে রোদ ও রাতে ঠাণ্ডা, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঝড়ো হাওয়া, দীর্ঘ সময় শিশিরে ভেজা থাকাসহ বিভিন্ন প্রাকৃতিক কারণে এক ধরনের ছত্রাকের সংক্রমণ হয়। এতে ধানে ব্লাস্ট রোগের প্রকোপ বাড়ে। কিন্তু রোগ প্রতিরোধে নানা ব্যবস্থা নেয়া হলেও কোনো কাজ হচ্ছে না। এতে কৃষকরা এখন দিশেহারা। অন্যদিকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকের করণীয় ও সচেতনতা বিষয়ে একটি লিফলেট বিলি করা হচ্ছে। ওষুধে কোনো কাজ হচ্ছে না বলে মেনে নিয়েছেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম মজুমদার। উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, তারা কৃষকদের জন্য সচেতনতামূলক লিফলেট প্রচার করছেন। তিনি জানান মূলত আবহাওয়াগত সমস্যার কারণে ব্লাস্ট রোগের প্রকোপ বাড়ছে ।
কৃপ্র/এম ইসলাম