‘ছাদে গাছ লাগানো বাধ্যতামূলক করেছে চীন ও জাপান’
এসএম মুকুল: ঢাকাসহ বিভাগীয় শহরের লোকসংখ্যা অনুযায়ী যে পরিমাণ গাছ থাকার কথা, তার সিকি ভাগের উপস্থিতিও লক্ষ্য করা যায় না। পরিবেশ বিপর্যয় রোধে পৃথিবীর দেশে দেশে নগর পরিকল্পনায় যোগ হচ্ছে সবুজ প্রকৃতির। ছাদ কৃষি পরিবেশের ভারসাম্যতা রক্ষার পাশাপাশি সবুজ অর্থনীতিতে নতুন সংযোজন হিসেবে আশা জাগিয়েছে। ছাদ কৃষির মাধ্যমে বাগান বিস্তারে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। দালান-কোঠার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি তাপমাত্রা হ্রাস করা সম্ভব হচ্ছে। ছাদের সবুজ স্তর বিভিন্ন ট্রান্সমিটিং স্টেশন থেকে নিঃসরিত ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভকে উল্লেখযোগ্য মাত্রায় প্রতিহত করছে। মোট কথা ছাদ কৃষি নগরজীবনে বহুমাত্রিক সুবিধা ও সম্ভাবনার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষকরা বলছেন- একটা সবজি গাছ তিন মাসের জন্য হলেও বায়ু থেকে তিনজনের প্রয়োজনীয় অক্সিজেন রিসাইক্লিন করতে পারে। তাহলে তিন মাস কালের সবজি কিংবা বহুবর্ষী ফলের গাছ লাগিয়ে বায়ুর পরিশুদ্ধতা রক্ষা করা সম্ভব হলে আমাদের উচিত ছাদ কৃষিতে মনোনিবেশ করা।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় দক্ষিণ হালিশহরে হাসপাতালের ছাদে বাগান করে জাতীয় পুরস্কার পেলেন হাসপাতালের কর্মচারী মানিক চন্দ্র দাশ। এ হাসপাতালের ছাদে উঠলেই চোখ জোড়ানো সবুজের সমারোহ। ১ হাজার ৮০০ বর্গফুটের ছাদে সারি সারি গাছ। ছাদে এমন বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন হাসপাতালের কর্মচারী মানিক চন্দ্র দাশ। এ কাজের স্বীকৃতি হিসেবে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। জানা যায়, ১৯৯৪ সালে হাসপাতালের ছাদে বাগান করার কাজ শুরু করেন মানিক। বেতনের টাকা থেকে দেড় হাজার টাকা জমিয়ে গাছের চারা ও টব সংগ্রহ করে বাগান শুরু করেন।
ছাদ কৃষি বহুমাত্রিক সুবিধা ও সুফল পাওয়ার জন্য এবং পরিবেশকে সহনীয় করতে শুধু বাড়ির ছাদে নয় চীন বা কোরিয়ার মতো বাংলাদেশের অফিসের বিশাল ছাদগুলোকেও ছাদ কৃষির আওতায় আনতে হবে। জাপান ও চীনে ছাদে গাছ লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। তেমনি ঢাকা সিটি করপোরেশনসহ অন্যান্য শহরে ছাদে গাছ লাগানো বাধ্যতামূলক করতে পারে সরকার। প্রথমে সরকারি অফিস বা ভবনের ছাদে, বেসরকারি ও বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে, বারান্দায়, সিটি করপোরেশনের মার্কেটের ছাদে বাগান বাধ্যতামূলক করা যেতে পারে।
ছাদ কৃষি উদ্যোক্তাদের জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে পুরস্কার প্রবর্তন, হোম ট্যাক্স মওকুফ, গ্রিনসেভারস লোন সুবিধা দিয়ে গ্রিনসেভারস উদ্যোক্তা কার্ড দেয়া যেতে পারে। ছাদে বাগানের উপকারিতার দিকগুলো ব্যাপক প্রচারের ব্যবস্থা করা। নতুন বাড়ি তৈরির অনুমোদনে প্রত্যেক ছাদের ৫০ ভাগ ছাদ কৃষির আওতায় আনা বাধ্যতামূলক করে আইন করতে হবে। ব্যাংকগুলোকে ছাদ কৃষির জন্য নামমাত্র সুদে লোন সহায়তার নির্দেশনা দিতে হবে।
লেখক : কৃষি বিশ্লেষক ও উন্নয়ন গবেষক
কৃপ্র/এম ইসলাম