কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে প্রথমবারের মতো ডিম থেকে ২৬টি ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ জন্ম নিয়েছে। গতকাল সকালে এ বাচ্চাগুলো প্রজননকেন্দ্রের চৌবাচ্চায় অবমুক্ত করা হয়েছে। কচ্ছপ প্রজননকেন্দ্রের ইনচার্জ মো. আব্দুর রব জানান, প্রায় দুই মাস আগে পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে সংরক্ষিত মাদি ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ ৩১টি ডিম পাড়ে। এসব ডিমের মধ্যে গত সোমবার চারটি, মঙ্গলবার ১৯টি ও বৃহস্পতিবার তিনটি কচ্ছপ জন্ম নেয়। বাকি ডিমের মধ্যে তিনটি নষ্ট হয়ে গেছে এবং দুটি ডিম থেকে দু-একদিনের মধ্যে আরো দুটি কচ্ছপের জন্ম নেয়ার সম্ভাবনা আছে।
প্রসঙ্গত এক সময়ে দেশের উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ পাওয়া যেত। তবে ধীরে ধীরে সংখ্যা কমতে থাকায় আইইউসিএন এ প্রজাতিকে মহাবিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করে। এ কচ্ছপ রক্ষা ও জীবনপদ্ধতি সম্পর্কে গবেষণার জন্য ২০১৪ সালে বাংলাদেশ বন বিভাগ, যুক্তরাষ্ট্রের টারটেল সারভাইভাল অ্যালায়েন্স, অস্ট্রিয়ার ভিয়েনা জু ও প্রকৃতি জীবন ফাউন্ডেশনের অর্থায়নে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে কচ্ছপ প্রজননকেন্দ্র গড়ে তোলা হয়। এ প্রজননকেন্দ্রে সদ্য জন্ম নেয়া ২৬টি কচ্ছপ ছাড়াও বিভিন্ন বয়সী ১২৩টি ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ রয়েছে।
সুত্রঃ বনিক বার্তা/ কৃপ্র/এম ইসলাম