কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রমজানের আগে রাজধানীসহ সারাদেশের পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে ছোলার দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে আট টাকা পর্যন্ত। এ জন্য পাইকারদের দুষছেন খুচরা বিক্রেতারা। আর পাইকারি বিক্রেতারা বলছেন, ডলারের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বেড়েছে ছোলার দাম। তবে, রমজানে খোলা বাজারে ছোলার দাম নির্ধারণ করে দিয়েছে টিসিবি।
রমজানে ইফতারির অন্যতম উপকরণ ছোলা। প্রতি বছরের মতো এবারও রমজানের আগে ছোলার বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। ছোলার দাম বৃদ্ধিতে অসন্তোষ বাড়ছে ক্রেতাদের। পাইকারি বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৮৩ থেকে ৮৫ টাকা। যা গেল সপ্তাহের চেয়ে প্রায় ৫ টাকা বেশি। আর খুচরা বাজারে ৮৮ থেকে ৯০ টাকায়। যা গেল সপ্তাহের থেকে প্রায় ৮টাকা বেশি।
পাইকাররা বলছেন, ডলারের দাম বৃদ্ধিসহ বন্দরের খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে বাজারে। সরবরাহ ঠিক থাকলে স্বাভাবিক থাকবে ছোলার দাম। এছাড়া রমজানে ভোক্তাদের সুবিধার্থে মাসজুড়ে খোলা বাজারে ছোলা বিক্রির প্রস্তুতি সম্পন্ন করেছে টিসিবি। প্রতি কেজি ছোলা বিক্রি হবে ৭০ টাকায়। সরকারি হিসেবে দেশে বছরে ছোলার চাহিদা প্রায় দেড় লাখ মেট্রিক টন। তবে সবচেয়ে বেশি চাহিদা থাকে রমজানে।
কৃপ্র/এম ইসলাম