কৃষি প্রতিক্ষণ ঝালকাঠিঃ বারি বাদাম-৯, জাতের চিনা বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছেন ঝালকাঠির কৃষকরা। জেলায় অপ্রচলিত অর্থকরী ফসল বাদাম চাষকে জনপ্রিয় করতে কৃষকদের উদ্যোগী করে তুলেছেন কৃষি বিভাগ। সাম্প্রতিক সময়ের আগাম জোয়ারের পানি ও অতি বৃষ্টির কারণে বাদাম চাষে ব্যহত হওয়ার আশংকা দেখা দিলেও কৃষি বিভাগ ও কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন কাটিয়ে উঠেছে।
ঝালকাঠি জেলায় এবছর প্রায় ১ শ একর জায়গায় বাদাম চাষ সম্প্রসারণ করা হয়েছে। কৃষি বিভাগ কৃষকদেরকে উদ্বুগ্ধ করে ১৫ জনের গ্রুপ করে ৩ থেকে ৪ একর জায়গায় প্রদর্শনী স্থাপন করেছে। এর উৎপাদন হেক্টর প্রতি দুই থেকে আড়াই মেট্রিকটন। সম্প্রতি ঝালকাঠি সদর উপজেলার চরভাটারাকান্দা ব্লকে বাদাম চাষ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলার চরাঞ্চল এলাকায় বাদাম চাষের জন্য উপযোগি বলে জানান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর । একজন কৃষকের এক বিঘা জমিতে বাদাম চাষের জন্য ১০ হাজার টাকা খরচ হবে। উৎপাদিত বাদাম বিক্রি করে ৩০ হাজার টাকা আয় করা সহজেই সম্ভব।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কৃষকদের ১৪০ দিনের মধ্যে এই জাতের বাদাম চাষ করে লাভবান করতেই চাষাবাদ সম্প্রসারণ করা হচ্ছে । সদর উপজেলার চরভাটারাকান্দা ব্লকে এ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শেখ আবু বকর সিদ্দিক জানিয়েছে, কৃষকদের ১৪০ দিনের মধ্যে এই জাতের বাদাম চাষ করে লাভবান করতেই চাষাবাদ সম্প্রসারণ করা হচ্ছে।
কৃপ্র/ সুতীর্থ/ এম ইসলাম