কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবাধে ধরা হচ্ছে বিভিন্ন জাতের ছোট ছোট মাছ। উপজেলার বিভিন্ন এলাকায় মুক্ত জলাশয়, খাল-বিল, নদী-নালা মত্স্য সম্পদে ভরপুর ছিল। কিন্তু কারেন্ট জালের অবাধ ব্যবহারের ফলে দিন দিন মুক্ত জলাশয়, খাল-বিল, নদী-নালা মত্স্যশূন্য হয়ে পড়ায় সর্বত্র যেন মাছের আকাল। অতি ক্ষুদ্র ফাঁসের এ জালের ফাঁদ দিয়ে মত্স্য প্রজাতির কোনো পোনাই যেন রক্ষা পাচ্ছে না। দিনের পর দিন এ নিষিদ্ধ জাল দিয়ে অসাধু জেলেরা ছোট ছোট মাছ ধরছে অবলিলায়।
মতলব উত্তর উপজেলার মেঘনা অঞ্চল ইলিশ প্রজননের অন্যতম কেন্দ্র। তাই ডিমওয়ালা ও ছোট ইলিশ জাটকার পাশাপাশি পাঙ্গাস, টেংরা, মাগুর, ভেটকি, কাইন, বাইলা, চেনা, পোয়া, চিনা, ঢেলা ছাড়াও এখানে রয়েছে হরেক প্রজাতির মাছ। মত্স্য আইন অমান্য করে অবৈধভাবে নির্বিচারে কারেন্ট জাল ব্যবহার করে বিভিন্ন জাতের ডিমওয়ালা মাছ নিধন চলছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, এক পাউন্ড কারেন্ট জাল মাত্র ৮শ থেকে ১ হাজার টাকায় পাওয়া যায়। অথচ সুতার জালের দাম তার দ্বিগুণ। এজন্য কারেন্টজাল দিয়েই আমরা মাছ ধরি। তাছাড়া হাত বাড়ালেই পাওয়া যায় কারেন্ট জাল। উপজেলার চারদিকেই যেহেতু নদী তাই চারদিকের বাজারগুলোতেও খুব সহজেই পাওয়া যাচ্ছে কারেন্ট জাল। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, কারেন্ট জাল বন্ধ এবং সুতার জাল ব্যবহারের ব্যাপারে আমরা জেলেদেরকে উদ্বুদ্ধ করি।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/এম ইসলাম