কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ‘উত্তরাঞ্চলে তুলা চাষের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা-২০১৭ রংপুরে শুরু হয়েছে। গতকাল নগরীর লালবাগে অবস্থিত কৃষি বিপণন ভবনের সম্মেলন কক্ষে দুদিনের এ কর্মশালার কার্যক্রম শুরু হয়। এ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড খামারবাড়ির নির্বাহী পরিচালক ড. ফরিদ উদ্দিন।
তুলা উন্নয়ন বোর্ড রংপুর জোনের আয়োজনে কর্মশালায় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ড খামারবাড়ির অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান এবং উপপরিচালক (স.দ.) ড. তাসদিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পের (ফেজ-১) প্রকল্প পরিচালক ড. গাজী গোলাম মর্তুজা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তুলা উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের উপপরিচালক আবু ইলিয়াস মিঞা।
রংপুর জোনে তুলা উত্পাদন বৃদ্ধির কলাকৌশল উপস্থাপনা ও আলোচনা করেন তুলা উন্নয়ন বোর্ড রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমান। পরে মূল প্রবন্ধের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন কৃষি বিপণন অধিদপ্তর রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল হক, কৃষিতথ্য সার্ভিসের আঞ্চলিক পরিচালক আবু সায়েম এবং ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।
সুত্রঃ বনিক বার্তা/ কৃপ্র/এম ইসলাম