কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নওগাঁ জেলার কৃষকরা আউশ চাষে আগ্রহী হয়ে উঠছেন। বিগত কয়েক বছর ধরে ক্রমান্বয়ে এ জেলায় আউশ চাষের জমি বৃদ্ধি পাচ্ছে। এ ক্ষেত্রে সরকার সার বীজ কীটনাশক এবং নগদ অর্থ প্রণোদনা হিসেবে কৃষকদের মধ্যে বিতরণ করছে। চলতি আউশ মৌসুমে নওগাঁ জেলায় মোট ৬১ হাজার ৭শ ৬৭ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। এর মধ্যে উন্নতফলনশীল জাতের ৬১ হাজার ৬৭ হেক্টর এবং হাইব্রিড জাতের ৭শ হেক্টর। লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি বিভাগ সার্বক্ষনিক নজরদারী রাখছে এবং কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে।
নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানিয়েছেন উল্লেখিত পরিমান জমিতে আউশ চাষের জন্য কৃষকরা ইতিমধ্যেই তাদের জমি তৈরি এবং চাষ শুরু করেছেন। এ লক্ষ্যে মোট ২ হাজার ৮শ ৭৩ হেক্টর জমি বীজতলা হিসেবে তৈরি করেছেন কৃষকরা।
উপজেলা ভিত্তিক নির্ধারিত আউশ চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৫ হাজার ৭০ হেক্টর, রানীনগর উপজেলায় ৩ হাজার ২শ ২০ হেক্টর, আত্রাই উপজেলায় ২ হাজার ৫শ ৮০ হেক্টর, বদলগাছি উপজেলায় ৯শ ২৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১০ হাজারন ৬২ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৬ হাজার ৭শ ৬৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৭শ ৭০ হেক্টর, সাপাহার উপজেলায় ৩ সহাজার ৪শ ৫০ হেক্টর, পোরশা উপজেলায় ১ হাজার ১শ ৬০ হেক্টর, মান্দা উপজেলায় ১৬ হাজার ৮শ ৩০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৮ হাজার ৯শ৩৫ হেক্টর জমিতে।
অল্প খরচে এবং সেচ কম লাগায় ভু-গর্ভস্থ পানির সাশ্রয়ের লক্ষ্যে আউশ চাষে উৎসাহিত করতে সরকার এ বছর নওগাঁ জেলায় চলতি আউশ মৌসুমে ৯ হাজার ২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা বাবদ নগদ টাকাসহ ১ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন উপাকরন বিতরণ করেছে।
সুত্র, বাসস/ কৃপ্র/এম ইসলাম