কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ১০ নম্বর মহা বিপৎসংকেত ঘোষণার পর ঘূর্ণিঝড় মোরার কবল থেকে বাঁচাতে সোমবার রাত ৯টা পর্যন্ত ঝূঁকিপূর্ণ জেলাগুলোর প্রায় তিন লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া গিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা। তিনি জানান, উপকূলীয় ১৯ জেলার মধ্যে দশটি জেলাকে তারা এই ঝড়ের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করছেন।
আবহওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ১০ নম্বর এবং পায়রা ও মোংলা বন্দরের জন্য ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে। প্রতিটি এলাকায় মাইকিং করে সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোরা মঙ্গলবার সকাল ৬টা নাগাদ কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। এ ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮৯ থেকে ১১৭ কিলোমিটার।
সুত্র, ইত্তেফাক / কৃপ্র/এম ইসলাম