কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষক রাইস ট্রান্সপ্লান্টারসহ বিভিন্ন কৃষি প্রযুক্তির দিকে ঝুঁকছেন। শৈলকুপা উপজেলার গোসাইডাঙ্গা গ্রামের কৃষক সৈয়দ আলী জানান, কয়েক বছর আগেও পাঁচ বিঘা জমিতে ধানের বীজতলা তৈরি ও চারা রোপণে কয়েক হাজার টাকা খরচ হতো। গত দুই বছর ধরে তিনি কৃষি বিভাগের সহযোগিতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এ কাজ করছেন। এতে সময় কম লাগার পাশাপাশি খরচও হচ্ছে কম। তাকে দেখে গ্রামের বেশ কয়েকজন কৃষক এখন এ পদ্ধতিতে ধানের আবাদ শুরু করেছেন।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুণ্ডু জানান, উপজেলার সারুটিয়া ব্লকে বর্তমানে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করা হচ্ছে। এতে কৃষক নিজ বাড়ির আঙিনায় ও মাঠে ট্রে ও পলিথিন পদ্ধতিতে বীজতলা তৈরি করছেন। এ পদ্ধতিতে ১৫-২০ দিনের মধ্যে চারা রোপণের উপযোগী হয়। আগে এক বিঘা জমিতে চারা রোপণে চারজন শ্রমিক লাগত। কিন্তু রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের ব্যবহারে একজন শ্রমিক ৪০-৫০ মিনিটের মধ্যেই তা সম্পন্ন করতে পারছেন। তিনি আরো জানান, আগে যেখানে এক একর জমিতে চারা রোপণে ৪ হাজার টাকা খরচ হতো, এখন সেখানে প্রতি একরে আড়াই হাজার টাকা সাশ্রয় হবে। এ মেশিন সরকারের কাছ থেকে কৃষক ভর্তুকি মূল্যেও কিনতে পারবেন।
কৃপ্র/এম ইসলাম