কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সিলেট জেলার ওসমানীনগরে কুশিয়ারা ডাইক ভেঙে প্লাবিত হয়েছে ১৮টি গ্রাম। কুশিয়ারা নদীর পানির প্রবল শ্রোতে সোমবার ভোরে উপজেলার সাদীপুর ইউনিয়নের লামা তাজপুর গ্রামে ডাইকের প্রায় ৫০ ফুট ভেঙে যায়। ডাইক ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাদীপুর ইউনিয়নের সুরিকোনা, ইসলামপুর, দক্ষিণ কালনীচর, উত্তর কালনীচর, পূর্ব কালনীচর, সুন্দিখলা, সম্মানপুর, মোকামপাড়া, রহমতপুর, চাতলপাড়, পূর্ব সুন্দিখলা, সম্মানপুর, সাদীপুর, সৈয়দপুর, লামা তাজপুর, চরা তাজপুর, পূর্ব তাজপুর ও টুকরাগাঁও গ্রামের প্রায় ২৫ হাজার লোক।
এদিকে, কুশিয়ারা ডাইক ভেঙে যাবার সংবাদ পেয়ে সোমবার দুপুরেই ভাঙনস্থল পরিদর্শন করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ডাইকের ভাঙন এলাকা পরিদর্শন করেছি। স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। কেউ ক্ষতিগ্রস্ত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃপ্র/এম ইসলাম