কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের মৎস্য খাতের উন্নয়নে ২ হাজার ৬শ’ ৪০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
জিডিবিতে মৎস্য খাত আবদান রাখছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি জলাশয়কে মাছের অভয়াশ্রমে পরিণত করতে হবে। প্রতিমন্ত্রী বলেন,‘আমাদের লক্ষ্য হচ্ছে মাছের উৎপাদন বাড়ানো’। এজন্য মৎস্য কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্যও তিনি নির্দেশ দেন। নারায়ণ চন্দ্র চন্দ শনিবার দুপুরে খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘জলবায়ু পরিবর্তনজনিত আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তিত পরিস্থিতিতে করণীয় নির্ধারণ’ শীর্ষক দু’দিনব্যাপী জেলা মৎস্য কর্মকর্তা সম্মেলন-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।খুলনা বিভাগীয় মৎস্য অফিস এ অনুষ্ঠনের আয়োজন করে।
প্রতিমন্ত্রী দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাছ চাষের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন,‘বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছগুলো আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। মাছের পোনা উৎপাদন ও বাজার জাতকরণ পর্যন্ত চাষীদের সহযোগিতা করতে হবে। কারণ কৃষকরা ধান চাষের পাশাপাশি মাছ চাষ করছে।’ খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক রণজিৎ কুমার পালের সভাপতিত্বে সম্মেলন বিশেষ অতিথি ছিলেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস, উপপরিচালক প্রফুল কুমার সরকার এবং খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম হায়দার। সম্মেলনে দশ জেলার জেলা মৎস্য কর্মকর্তারা নিজ নিজ মূল প্রবন্ধ উপ¯া’পন করেন। এসব জেলার জেলা মৎস্য কর্মকর্তা, প্রকল্প পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তারা সম্মেলনে অংশ গ্রহণ করছেন।
কৃপ্র/এম ইসলাম