কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ আজ পহেলা আষাঢ়। মানে বর্ষা ঋতুর প্রথম দিন। যদিও দেশে ঝড়বৃষ্টি বা বর্ষা শুরু হয়ে গেছে কিছুদিন আগেই। বর্ষার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর মেঘমালা সৃষ্টি হয়ে দেশের পূর্বাঞ্চলের দিকে এগিয়ে আসছে। তাই আজ বৃহস্পতিবারও সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণ এবং সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে। পাহাড়ে বসবাসকারী যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে, তাদের যার যার অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া কর্মকর্তারা বলেছেন, নিম্নচাপের প্রভাবে সোম, মঙ্গল ও বুধবার যে মাত্রায় বৃষ্টিপাত হয়েছে, আজ বৃহস্পতিবার সে মাত্রায় বৃষ্টি হবে না। ‘বর্ষার দূত’ কদম ফুল এরই মধ্যে ফুটতে শুরু করেছে। বর্ষার রূপ-ঐশ্বর্যে মুগ্ধ অনেক কবিই বাংলা সাহিত্যকে ঋদ্ধ করেছেন। বর্ষা ঋতু তার বৈশিষ্ট্যের কারণেই স্বতন্ত্র।
বর্ষা কাব্যময়, প্রেমময়। বর্ষার প্রবল বর্ষণে নির্জনে ভালোবাসার সাধ জাগে, চিত্তচাঞ্চল্য বেড়ে যায়। শত ঘটনার ভিড়েও কোথায় যেন মেলে এক চিলতে বিশুদ্ধ সুখ। আষাঢ়েই শোনা যায় রিমঝিম বৃষ্টির ছন্দ। নবধারা জলে ভিজে শীতল হওয়ার আহ্বান এখন প্রকৃতিতে। সব রুক্ষতাকে বিদায় জানিয়ে নরম কোমল হয়ে উঠবে বাংলার মাটি। গতকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আজও সারা দেশে বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না; থেমে থেমে বৃষ্টি হবে।
কৃপ্র/এম ইসলাম