কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার উপকূলীয় লবণাক্ত মাটিতে জন্মানো দেশীয় ফলের প্রদর্শনী হছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ ভবনের সামনে এ ফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে খুলনা অঞ্চলের চার জেলার শতাধিক কৃষক উক্ত ফল প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
কৃষি গবেষণা কেন্দ্র বিএআরআই গাজীপুরের পরিচালক কৃষিবিদ ড. তপন কুমার পালের সভাপতিত্বে ফল প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএআরআই গাজীপুর গবেষণা কেন্দ্রের পরিচালক কৃষিবিদ ড. মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্যানতত্ত্ব কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই গাজীপুর ফল বিভাগের মুখ্য বেজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মদন গোপাল সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্য রঞ্জন বিশ্বাস, বিনোরপোতা কৃষি গবেষণা কেন্দ্র বারির বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ।
ফল প্রদর্শনী অনুষ্ঠানে খুলনা অঞ্চলের চার জেলার (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও নড়াইল) শতাধিক কৃষক আম, জাম, কাঁঠাল, পেয়ারা, সফেদা, করমচা, বেলসহ বিভিন্ন ফল প্রদর্শন করে সাধারণ মানুষের মন কেড়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এসময় দেশীয় ফলের বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন এবং তা বেশী বেশী করে গাছ লাগানোর জন্য উপস্থিত কৃষকদের পরামর্শ দেন।
সুত্র, ইত্তেফাক / কৃপ্র/এম ইসলাম