কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
বারি উদ্ভাবিত বারি লাউ-৪ ,উৎপাদন শীর্ষক মাঠ দিবস-২০১৮, খাগড়াছড়ি জেলার গুইমারার পথাছড়া পাহাড়ি এলাকায় পালিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত জাত ও প্রযুক্তির মাধ্যমে এবং কেজিএফ প্রকল্পের সহায়তায় বারি লাউ-৪ সবজির বাম্পার ফলন হয়েছে। জেলার বিপুলসংখ্যক কৃষাণ-কৃষাণীর উপস্থিতিতে সিআরপি হিল এগ্রিকালচার কম্পোনেন্ট-৩-এর প্রধান গবেষক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খলিলুর রহমান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ দিবসের কর্মসূচি উদ্বোধন করেন।
তিনি বলেন, দেশে ১৫৬ ধরনের শাকসবজি উৎপন্ন হয় এবং উৎপাদিত সবজির পরিমাণ ১৬০.৪২ লাখ টন। বারির ১০৪টি জাতের মধ্যে ৩২টি জাত প্রকল্পের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে আমরা ছড়িয়ে দিয়েছি যার মধ্যে বারি লাউ-৪ অন্যতম। উক্ত সবজিটি গ্রীষ্মকালেও উৎপাদন করা যায়। বক্তারা জানানা, প্রযুক্তির সম্ভারে দেশে সবজির উৎপাদন বেড়েছে ৫ গুণ ফলে আমাদের দেশ সবজি উৎপাদনে তৃতীয় স্থান লাভ করেছে।
কৃপ্র/এম ইসলাম