কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
বঙ্গোপসাগরে জেলেদের জালে ইলিশ ধরা পড়তে শুরু করেছে। গভীর সমুদ্র থেকে ইলিশ বোঝাই ট্রলারগুলো বাজার পাথরঘাটায় যেতে শুরু করছে। সাগর থেকে ফিরে যাওয়া ইলিশভতির্ ট্রলারগুলো ঘাটে সারিবদ্ধভাবে নোঙর করে আছে।
এবার মৌসুমের শুরুতে ইলিশের দেখা না পেলেও এখন কাক্সিক্ষত রুপালি ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে, আড়তদার ও মৎস্যজীবীদের মুখে। জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীদের এখন দম ফেলার ফুরসত নেই। কেউ ইলিশ মাছের ঝুড়ি টানছেন, কেউ প্যাকেট করছেন, আবার কেউ কেউ সেই প্যাকেট দেশের বিভিন্ন স্থানে পাঠাতে তুলে দিচ্ছেন ট্রাকে।
মাছভতির্ ট্রলার নিয়ে জেলেরা গভীর সমুদ্র থেকে হাসিমুখে ফিরছেন। আবার অনেকে মাছ ধরার জন্য ছুটছেন সাগরে। স্থানীয় জেলেদের ভাষ্য, চলতি বছরে ইলিশ মৌসুমের প্রথম একমাসে ইলিশের দেখা মেলেনি। তাই ট্রলার মালিকসহ মৎস্য পেশার সঙ্গে জড়িত সবাই হতাশ হয়ে পড়েছিলেন। তবে সাগরে এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে।
জেলেপল্লিতে আনন্দের বাতাস বইছে। পাথরঘাটার টেংরা এলাকার ট্রলার শ্রমিক রিয়াজ হোসেন বলেন, ‘ট্রলার সকালেই ঘাটে নোঙর করেছি। সবসময় এ রকম মাছ জালে ধরা পড়ে না। তবে এবারে যে মাছ পেয়েছি, তাতে খুশি। এবার আশা করছি, প্রায় ১০ লাখ টাকার মতো মাছ বিক্রি করতে পারব।’
ট্রলার মাঝি হাচান মিয়া বলেন, গত বছরের ন্যায় এবার ইলিশ মাছ ধরা পড়ছে। কয়েক দিন আগেও ইলিশ পাচ্ছিলেন না জেলেরা। তবে এখন আবার জালে ইলিশ ধরা পড়ছে। জেলেরা জানান, চলতি বছর ইলিশ মৌসুমের শুরুতে কাক্সিক্ষত ইলিশের দেখা মেলেনি। তবে জুনের শেষের দিক থেকে থেকে গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে। রোববার গ্রেড অনুযায়ী মণপ্রতি ইলিশ বিক্রি হয়েছে ১৪ থেকে ৪৫ হাজার টাকা পযর্ন্ত।
কৃপ্র/এম ইসলাম