কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
রংপুরের পীরগাছায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এতে পীরগাছার ছাওলা ইউনিয়নের ১০ টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ছাওলা ইউনিয়নের গাবুড়া, শিবদেবচর, আমিনপাড়া, চরছাওলা কামারের হাট, রামসিং, জুয়ানের চরসহ প্রায় ১০টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। গ্রামগুলোতে অবস্থিত প্রায় ৫টি প্রাথমিক বিদ্যালয় পানির নিচে তলিয়ে যাওয়ায় শিক্ষর্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।
তিস্তা প্রতিরক্ষা বাঁধের পীরগাছা পয়েন্টে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের তিন কিলোমিটার অংশ হুমকির মূখে পড়েছে। এদিকে বেক্সিমকো তিস্তা সোলার পাওয়ার প্লান্টে যাতায়াতের জন্য অপরিকল্পিতভাবে তিন নং বেড়িবাঁধ সাহেব বাজার থেকে সুন্দরগঞ্জ সীমান্তবতী নাটশালা পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ করা হয়। ফলে ওই এলাকার পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় পানিবন্দি হয়ে পড়েছে চরাঞ্চলবাসী।
বর্তমানে বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেকে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি নিজ উদ্যোগে সংগ্রহ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে বন্যাদূর্গত এলাকার লোকজন জানায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবির জানান, বন্যার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তথ্যসুত্র, দৈনিক ইত্তেফাক /কৃপ্র/এম ইসলাম