কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৮ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, শহরে ঢুকছে পানি। শহরের বড়পাড়া, তেঘরিয়া ও মধ্যবাজার এবং লঞ্চঘাট এলাকার নদী তীরবর্তী সড়কে পানি উঠে গেছে। এতে করে ওই এলাকার মানুষ ও যান চলাচলে অসুবিধা সৃষ্টি হয়েছে।
এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের সড়কে, ছাতক জাউয়াবাজার ইউনিয়নের বেশীরভাগ গ্রামের সড়কে এবং দোয়ারাবাজার উপজেলার শরিফপুরের সড়কটি ডুবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও দিরাই, জগন্নাথপুর ও শাল্লা এই ছয় উপজেলার আরো বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ মিটার রিডার নাজমা আক্তার জানান, সুরমা নদীর পানি সকাল ১১টায় ষোলঘর পয়েন্ট দিয়ে ৪৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কৃপ্র/এম ইসলাম