সবুজ আলী আপন ।।
১৮ জুলাই লালমনিরহাটের হাতীবান্ধায় ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেছেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ মোতাহার হোসেন এমপি। এ সময় প্রধান অতিথি বলেন, কৃষি বিভাগকে তথ্য প্রযুক্তির আওতায় নেয়া শুধু মাত্র এ সরকারের পক্ষেই সম্ভব। এ সরকারের আমলেই কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। কৃষি বাতায়নের মাধ্যমে কৃষকেরা ঘরে বসেই কৃষি বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ পেয়ে থাকেন।
তিনি বলেন আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই কৃষি ও কৃষকের উন্নয়ন ঘটে। হাতীবান্ধা উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষ রোপন করার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা।’
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান ভেলু,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, কৃষকলীগ সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমূখ।
কৃপ্র/এম ইসলাম