কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
এবার অনলাইনে কৃষকদের ঋণ সুবিধা দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আর শীঘ্রই এ প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অনলাইনে দেশের কৃষকরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কৃষি ভিত্তিক ঋণ নেয়ার জন্য আবেদন করতে পারবেন। এ প্রকল্পে প্রযুক্তিগত সুবিধা দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যলয়ের এটুআই প্রোগ্রাম। কৃষকদের কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে নানা ভোগান্তির অভিযোগ অনেক দিনের । এই ব্যবস্থা চালু হলে কৃষকদের কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে নানা ভোগান্তি কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই প্রকল্পের সাথে যুক্ত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শহীদ রেজা বলেন, এ প্রকল্পের মূল উদ্দেশ্য কৃষকের হয়রানি কমানো। তিনি বলেন, “দেখা যায় কৃষি ঋণ পেতে একজন কৃষককে একটা ব্যাংকের শাখায় কোন কোন সময় পাঁচ-ছয় বার যেতে হয়। কিন্তু আমাদের এই নতুন ব্যবস্থায় কৃষক সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় একবারেই যেতে হবে। তিনি ঘরে বসেই সব তথ্য দিতে পারবেন, নিজের প্রোফাইল তৈরি করতে পারবেন।” কার্যক্রমটি শুরু হবে মোবাইল অ্যাপ ভিত্তিক এবং ওয়েবপেজ ভিত্তিক।
ইতিমধ্যে কৃষি লোন নামে একটা মোবাইল অ্যাপলিকেশন তৈরি করা হয়েছে। যেটা গুগল প্লে স্টোর থেকে যে কেউ ব্যবহার করতে পারেন। তিনি বলেন, “যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন না তাদের জন্য ওয়েবপেজ রয়েছে অনলাইনকৃষি.কম.বিডি নামে। এখানে গিয়ে যে কেউ তার প্রোফাইল যোগ করে কৃষি ঋণের জন্য আবেদন করতে পারবেন।”
প্রথম পর্যায়ে চট্টগ্রাম জোনের ব্যাংকগুলোতে পাইলটিং এর ম্যাধ্যমে শুরু করা হবে। তারপর এর সফলতার ভিত্তিতে সারা দেশে এই কার্যক্রম শুরু করা হবে।
কৃপ্র/এম ইসলাম