কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
তীব্র খরায় পুড়ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, ডেনমার্কসহ সব দেশেই বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। যার ফলে চলতি বছর ইইউভুক্ত দেশগুলোয় ভুট্টা উৎপাদন আগের তুলনায় প্রায় ৩০ লাখ টন কমতে পারে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে কৃষিপণ্য-বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক গ্রেইনস। খবর রয়টার্স।
সাম্প্রতিক এ পূর্বাভাস অনুযায়ী, ২০১৮ সাল শেষে ইইউভুক্ত দেশগুলোয় সব মিলিয়ে ৫ কোটি ৮৪ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে। যা আগের পূর্বাভাসের তুলনায় ৫ শতাংশ কম। বছরের শুরুতে দেয়া পূর্বাভাসে ইইউভুক্ত ২৮ দেশে সব মিলিয়ে ৬ কোটি ১৩ লাখ টন ভুট্টা উৎপাদনের প্রাক্কলন করেছিল স্ট্র্যাটেজিক গ্রেইনস। সে হিসাবে, চলতি বছর ইইউভুক্ত দেশগুলোয় কৃষিপণ্যটির উৎপাদন কমছে ২৯ লাখ টন। ২০১৭ সালে এসব দেশে মোট ৫ কোটি ৯৩ লাখ টন ভুট্টা উৎপাদন হয়েছিল।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন হয়। তীব্র দাবদাহের কারণে চলতি বছর দেশটিতে প্রাক্কলনের তুলনায় চার লাখ টন কম ভুট্টা উৎপাদন হতে পারে বলে জানিয়েছে ফরাসি কৃষি মন্ত্রণালয়।
ভুট্টা উৎপাদনকারীদের তালিকায় ইইউভুক্ত দেশগুলোর সম্মিলিত অবস্থান বিশ্বে চতুর্থ। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ইইউভুক্ত ২৮ দেশে সব মিলিয়ে ৬ কোটি ২২ লাখ ৭৭ হাজার টন ভুট্টা উৎপাদন হয়েছিল, যা আগের বছরের তুলনায় দশমিক ৬৩ শতাংশ বেশি।
তবে বিদ্যমান খরার কারণে চলতি বছর শেষে এসব দেশে কৃষিপণ্যটির সম্মিলিত উৎপাদন ৩ দশমিক ৯৮ শতাংশ কমে ৫ কোটি ৯৮ লাখ টনে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ।
কৃপ্র/এম ইসলাম