কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
মধুমতী নদীর ভাঙ্গনের কবলে পড়েছে ঢাকা-পিরোজপুর মহাসড়ক। এতে চরম ঝুঁকিতে রয়েছে ঢাকা-পিরোজপুর মহাসড়ক। ইতিমধ্যে এ সড়কের অধিকাংশ ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। যেকোনো মূহুর্তে বন্ধ হয়ে যেতে পারে ঢাকা-পিরোজপুর মহাসড়কের যান চলাচল ও যোগাযোগ ব্যবস্থা।
এদিকে বাগেরহাটের চিতলমারীতে তীব্র আকার ধারণ করছে মধুমতী নদী। স্রোত ও ঢেউয়ের আঘাতে প্রতিদিন ভাঙ্গনে চিতলমারী উপজেলার শৈলদাহ বাজারের অসংখ্য দোকানপাট, বসত বাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে।
গত শনিবার রাত থেকে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে পরাণপুর গ্রামে। আতংকিত এ গ্রামের মানুষজন ঘরবাড়ি ভেঙ্গে সরিয়ে নিয়ে যাচ্ছেন দূর-দূরান্তে। এ ঘটনায় চরম হতাশায় ভুগছেন এলাকাবাসী। অবিলম্বে নদী ভাঙ্গন রোধে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা না করলে অচিরেই এ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. লুৎফর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন মধুমতী নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, মধুমতী নদীর ভাঙ্গন রোধে জরুরীভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তথ্যসুত্র- দৈনিক ইত্তেফাক / কৃপ্র/এম ইসলাম